Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প পরিদর্শন

প্রকল্প:

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন  প্রকল্প,এ প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে, যার মধ্যে ৬৫টি ভাষা প্রশিক্ষণ ল্যাব অন্তর্ভূক্ত রয়েছে।

বিভিন্ন পর্যায়ের জনসাধারণকে বিশেষতঃ যুব সম্প্রদায়কে আইসিটি ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করতে এ সকল ল্যাবগুলোকে কেন্দ্র করে শেখ রাসেল আইসিটি ক্লাব গঠন করা হয়েছে। তরূণ প্রজন্মের ভাষাগত সীমাবদ্ধতা দূরীকরণে ভাষা শিক্ষা ল্যাবগুলো কাজ করবে।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

  • ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন; 
  • স্থাপিত ডিজিটাল ল্যাবগুলোর মাধ্যমে তথ্য ও যোগাযোগ সেবা সরাদেশের লাখো ছাত্র/ছাত্রীদের নিকট সহজলভ্য করা;
  • ডিজিটাল ল্যাবে ইন্টারনেট সংযোগ সুযোগ সৃষ্টি করে ল্যাবসমূহকে স্থানীয় সাইবার কেন্দ্র হিসাবে গড়ে তোলা;
  • ডিজিটাল শিক্ষা ও তথ্য সেবা সম্প্রসারণ/সহজলভ্যের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের আইসিটি ক্ষেত্রে সামর্থ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কার্যালয়,জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ করে থাকে।